ঢাকা (রাত ৩:৫৫) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উলিপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock শনিবার রাত ১১:৫৭, ২৬ মার্চ, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা হয়।

পরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার, বঙ্গবন্ধুর ম্যুরাল, শেখ রাসেল চত্বর, ৭১’র গণকবর স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও দোয়া অনুষ্ঠিত হয়।

প্রথমে উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ, উলিপুর থানা, পৌরসভা শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন, উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার, পৌর মেয়য় মামুন সরকার, উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।

পরে একে একে বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়াও উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT