উলিপুরে বালিকা মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম বৃহস্পতিবার ১২:৩৮, ২১ এপ্রিল, ২০২২
উলিপুরে বালিকা মাদরাসার শিক্ষার্থীদের-শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি, বাল্য বিবাহ, আত্মহত্যা প্রবণতা ও পারিবারিক নির্যাতন বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২০ এপ্রিল) বেলা ১১টায় উলিপুর থানার আয়োজনে, উপজেলার ধরণীবাড়ী মাঝবিল পানাউল্ল্যাহ বালিকা দাখিল মাদরাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির, ধরণীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, ধরণীবাড়ী মাঝবিল পানাউল্ল্যাহ বালিকা দাখিল মাদরাসার সুপার আব্দুল মতিন, উলিপুর থানার পুলিশ পরিদর্শক রুহুল আমিন, উলিপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মশিউর রহমান, ধরণীবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।