ঢাকা (সকাল ৯:৫৯) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News লোহাগড়ায় ন্যাশনালিষ্ট ব্লাড ব্যাংকের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান Meghna News ট্রমালিংক ১০ বছর পূর্তিতে মতিন সৈকত এআইপিকে সন্মাননা Meghna News সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনসহ একগুচ্ছ সুপারিশ সংস্কার কমিশনের Meghna News গণহত্যায় অভিযুক্ত আ.লীগের কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না Meghna News বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন Meghna News সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! Meghna News আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার Meghna News ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা দ্রুত সংস্কার করবো: ভিসি আমানুল্লাহ Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার

উলিপুরে প্রতীক বরাদ্দের আগেই বিধি লঙ্ঘন করে আ’লীগ প্রার্থীর প্রচারণা

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock বুধবার বিকেল ০৫:৫৩, ১ ডিসেম্বর, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে দিনরাত প্রচারণার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ধরণীবাড়ী ইউনিয়ন লীগের সভাপতি ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুল গফফার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।

জানা গেছে, গত মঙ্গলবার ওই ইউনিয়নের নং ওর্য়াডে বাকারা মধুপুর এলাকায় আচারণবিধির তোয়াক্কা না করেই নিয়মিত সভাসমাবেশ, মোটরসাইকেল মহড়াসহ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে নৌকা প্রতীকের হ্যান্ড বিল দিয়ে ভোট চাইতে দেখা গেছে তাকে।আচারণবিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণার নিষেধাজ্ঞা থাকলেও ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুল গাফফার তা মানছেন না।প্রতীক বরাদ্দের আগে ক্ষমাতসীন দল লীগ মনোনীত প্রার্থীর এমন প্রচারণা এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ধরনীবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে আছেন মো. আব্দুল গফফার। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টির প্রার্থীসহ স্বতন্ত্র ৭জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে গত ২৯ নভেম্বর।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল করার শেষ তারিখ ছিল ২৫ নভেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হয়েছে ২৯ নভেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ডিসেম্বর এইচএসসি পরীক্ষার কারণে চতুর্থ ধাপে ৮৪০টি ইউপিতে ২৩ ডিসেম্বরের পরিবর্তে ভোট গ্রহণ হবে আগামী ২৬ ডিসেম্বর।

বিষয়ে ধরণীবাড়ী ইউপি নির্বাচনে লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুল গফফার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগ ভিত্তিহীন।

বিষয়ে ধরণীবাড়ী ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার আহসান হাবিব বলেন, প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণার নিষেধাজ্ঞা রয়েছে। কোন প্রার্থী নির্বাচনী প্রচারণা করলে তা আচরণবিধি লঙ্ঘন হবে। এখন পর্যন্ত এমন কোন অভিযোগ পাই নি। তবে কোন প্রর্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT