ঢাকা (রাত ১:৫৫) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News লোহাগড়ায় ন্যাশনালিষ্ট ব্লাড ব্যাংকের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান Meghna News ট্রমালিংক ১০ বছর পূর্তিতে মতিন সৈকত এআইপিকে সন্মাননা Meghna News সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনসহ একগুচ্ছ সুপারিশ সংস্কার কমিশনের Meghna News গণহত্যায় অভিযুক্ত আ.লীগের কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না Meghna News বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন Meghna News সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! Meghna News আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার Meghna News ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা দ্রুত সংস্কার করবো: ভিসি আমানুল্লাহ Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার

উলিপুরে পূর্ব বিরোধের জেরে হাফিজিয়া মাদ্রাসায় হামলা-থানায় অভিযোগ

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock সোমবার রাত ১১:০২, ২১ মার্চ, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে পূর্ব বিরোধের জেরে হাফিজিয়া মাদ্রাসার সীমানায় টিনের বেড়া ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে সাবেক পৌর কাউন্সিলর কায়ছার আলী থানায় লিখিত অভিযোগ করেছেন। গত শনিবার (১৯ মার্চ) রাত পৌনে দুইটার দিকে উপজেলার কিশামত মালতিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত কয়েক বছর আগে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের কিশামত মালতিবাড়ী গ্রামে কায়ছার আলী তার স্ত্রী ছামছুন্নাহার বেগমের নামে ২১ শতক বসতভিটা ক্রয় করেন। ক্রয়কৃত বসতভিটায় কায়ছার আলী ফাতেমা (রাঃ) বালিকা নূরাণী ও হাফিজিয়া মাদ্রাসা চালু করেন। জমি ক্রয়ের পর থেকে প্রতিবেশি বাচ্চু মিয়া(৩৮) ও গোলাম রব্বানী(৪৫) গংদের সাথে বিরোধ শুরু হয়। এর আগে কায়ছার আলীর মাদরাসার পাশেই বাচ্চু মিয়াদেরও একটি হাফিজিয়া মাদরাসা ছিল, যাহা কায়ছার আলীর মাদরসা চালু হওয়ায় পূর্বের তাদের মাদ্রাসার শিক্ষার্থী কমে যায়। ফলে এক পর্যায়ে বাচ্চু মিয়াদের মাদ্রাসাটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে তাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনার দিন শুক্রবার দিবাগত রাতে মাদ্রাসায় ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং সীমানায় থাকা টিনের বেড়া ভাঙচুর করেন তারা। এসময় ৯৯৯ ফোন করে পুলিশের সহায়তা নেয়া হয়। এ ঘটনার প্রতিকার চেয়ে কায়ছার আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে বাচ্চু মিয়া ও তার ভাই গোলাম রব্বানী বলেন, কায়ছার আলী নিজেই ওসব টিনের বেড়া ভাঙচুর করেছেন। আমাদের জমির সীমানা তিনি ঘিরে রেখেছেন। তার বাড়ির টয়লেটের ময়লা আমাদের জমির গর্তে আসে। এ ব্যাপারে তাকে একাধিকবার বলা হলেও কোন উদ্যোগ নেননি।
ফাতেমা (রাঃ) বালিকা নূরাণী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক শমসের আলী বলেন, সেদিন (শুক্রবার দিবাগত রাত) শবেবরাত ছিল। মাদরাসার শিক্ষার্থীরা নামাজ ও কুরআন শরীফ পড়তেছিল। হঠাৎ করে তারা রাত প্রায় দুটার দিকে নানান গালিগালাজ সহ ইটপাটকেল দিয়ে ঢিল ছোড়েন এবং টিনের বেড়া ভাঙচুর করেন।
উলিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, ওই মাদ্রাসার পাশে পূর্বে তাদের একটি মাদ্রাসা ছিল। সেটি বিলুপ্ত হওয়ায় কারণে স্বাভাবিক ভাবে ক্ষোভ তৈরি হয়েছে। মাদ্রাসার সাথে এমন ভাবে তারা একটি ক্যানেল তৈরি করেছে এখন মাদ্রাসার মাটি ভেঙে ভেঙে যাচ্ছে। একটা টিনের বেড়া ছিল সেটি ভেঙে ফেলেছে। এ বিষয়ে আমি প্রসিকিউশন দিবো।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT