ঢাকা (দুপুর ২:১১) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


উলিপুরে নির্বাচনী কর্মী সভায় অধ্যক্ষের মৃত্যু

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock শনিবার রাত ১১:০৬, ২৭ নভেম্বর, ২০২১

কু‌ড়িগ্রা‌মের উলিপুরে আ’লীগের কর্মী সভায় এক অধ্যক্ষের মৃত্যু হয়েছে।

ওই অধ‌্যক্ষের নাম নুরুল আ‌মিন সরকার (৬৩)। তি‌নি পাঁচপীর ডি‌গ্রি ক‌লে‌জের অধ‌্যক্ষ।গত শুক্রবার রাত সোয়া ৯ টার দি‌কে মারা যান তি‌নি। তিনি গোড়াই মোহাম্মদপুর গ্রামের দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পাঁচপীর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মৃত আব্দুল জলিল সরকারের পুত্র।

প্রত‌্যক্ষদ‌র্শি ও স্থানীয় আ’লীগ নেতা সূত্রে জানা গে‌ছে, শুক্রবার সন্ধ‌্যায় পাঁচপীর ডি‌গ্রি ক‌লেজ হলরু‌মে আসন্ন ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে উপ‌জেলার দূর্গাপুর ইউ‌নিয়‌নে নৌকার ম‌নো‌নীত প্রার্থী‌কে বিজয়ী কর‌তে ক‌র্মী সভার আ‌য়োজন করা হয়। সভায় ওই অধ‌্যক্ষ নুরুল আ‌মিন সরকার বক্তব‌্য শেষ করে পাশে বসলেই মাথা টেবিলে নুয়ে পড়ে তার হৃদয‌ন্ত্রের ক্রিয়া বন্ধ হ‌য়ে যায়।

এসময় তা‌কে চিকিৎসার জন্য কু‌ড়িগ্রাম সদর হাসপাতা‌লে নেয়া হ‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

শ‌নিবার ২ ঘটিকায় তার প্রিয় কর্মস্থল পাঁচ‌পীর কলেজ মাঠে নামাজে জানাযা শেষে গোড়াই মোহাম্মদপুর গ্রামের বাড়ীতে পারিবারিক কবরস্থানে তা‌কে পিতার কবরের পাশে দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত‌্যু‌তে গভীর শোক প্রকাশ ক‌রে‌ছেন স্থানীয় সংসদ সদস‌্য অধ‌্যাপক এমএ ম‌তিন, উ‌লিপুর উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান মু‌ক্তি‌যোদ্ধা গোলাম হো‌সেন মন্টু, উলিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম‌্যান আবু সাঈদ সরকারসহ বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক সামা‌জিক ও সাংস্কৃ‌তিক সংগঠ‌নের নেতৃবৃন্দ।

দূর্গাপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি ও আ’লীগ মনোনীত প্রার্থী খায়রুল ইসলাম বাবলু বলেন, কর্মী সভায় বক্তব্য শেষ করে বসার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য কু‌ড়িগ্রাম সদর হাসপাতা‌লে নেয়া হ‌লে চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT