ঢাকা (রাত ১১:২৭) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উলিপুরে তিস্তা নদী ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock সোমবার রাত ০১:১০, ৫ সেপ্টেম্বর, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর অব্যাহত ভাঙনে বজরা ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ বিলীন হলেও এটি রোধে এখন পর্যন্ত স্থায়ী কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তাই ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রবিবার (০৪ সেপ্টেম্বর) উপজেলার বজরা ইউনিয়নে নদী ভাঙন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন, তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকার আবাল-বৃদ্ধ-বনিতা, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার হাজারো নারী-পুরুষ।

এসময় বক্তব্য রাখেন, বজরা ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার, বজরা দারুল উলুম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাও. মো. জুয়েল রহমান, পশ্চিম বজরা দাখিল মাদরাসার সুপার মাও. মো. রেফাকাত হোসেন, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক, সহকারী শিক্ষক রেজাউল করিম রেজা প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর ভাঙনে বজরা ইউনিয়নের বিভিন্ন মৌজার বিস্তীর্ণ জনপদ বিলীন হলেও এটি রোধে স্থায়ী কোনো পদক্ষেপ নেয়া হয়নি। ফলে এ এলাকার অনেক মানুষের ঘর-বাড়ী, ভিটে-মাটি, কমিউনিটি ক্লিনিক, মসজিদ মাদরাসা, মন্দিরসহ অনেক স্থাপনা ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখনো শতাধিক বসতভিটা, ফসলি জমিসহ অনেক স্থাপনা নদী ভাঙনের হুমকির মুখে।

তিস্তা নদীর ভাঙনের প্রবণতা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন মানববন্ধনকারীরা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT