ঢাকা (রাত ১:০২) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উলিপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল এসএসসি পরিক্ষার্থীর

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock সোমবার বিকেল ০৪:৫৬, ২৫ অক্টোবর, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাবিবুর ইসলাম তানজিদ (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৬ টায় উলিপুর পৌরসভার মহেশের বাজারের পাশে উলিপুর-রাজারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানজিদ বাকরেরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও পৌরসভার নিজাইখামার তেলিপাড়া গ্রামের মৃত বক্তার আলী’র পুত্র।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তানজিদ সোমবার সকালে বাইসাইকেল নিয়ে বাড়ী থেকে বাকরেরহাট বাজারে প্রাইভেট পড়ার জন্য যাচ্ছিল।পথে মহেশের বাজারের পাশে বালু বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৭০২৫) তার মাথার উপর দিয়ে চলে যায়।এতে মাথা থেতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এসময় ঘাতক ট্রাক ও চালক‌ শামসুল‌ (৩১)কে আটক ক‌রেন বিক্ষুব্ধ জনতা।

উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT