ঢাকা (সকাল ৬:০১) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উলিপুরে জিওবি-আইডিবি প্রকল্পের উদ্বোধন

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock শনিবার সন্ধ্যা ০৭:২৯, ২৬ মার্চ, ২০২২

কুড়িগ্রামের উলিপুর পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন (জিওবি-আইডিবি) প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) বিকেলে পৌরসভার নাওডাঙ্গা বিলে প্রকল্পের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এম.এ মতিন এমপি।

জানা গেছে, দেশের ২৩টি পৌরসভার মধ্যে উলিপুর পৌরসভাতেও এই প্রকল্পের মাধ্যমে ৮টি পাবলিক টয়লেট, ২৪টি কমিউনিটি টয়লেট, ২৯টি কমিউনাল বিন, ১টি স্লাজ ট্রিটমেন্ট প্লান্ট, ১টি সলিড ওয়েষ্ট কম্পোষ্টিং, ১টি ওয়েষ্ট সাটিং শেড তৈরি করা হবে।

এসময় প্রকল্প পরিচালক প্রকৌশলী ওয়াজেদ আলী, পৌর মেয়র মামুন সরকার মিঠু, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী হারুনর রশিদ, উপজেলা নিবার্হী অফিসার বিপুল কুমার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারি প্রকৌশলী নিত্যানন্দ বর্মন প্রমূখ উপস্থিত ছিলেন।

উপসহকারি প্রকৌশলী নিত্যানন্দ বর্মন বলেন, এই প্রকল্পের আওতায় ৩৩ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে প্রায় তিন হাজার পরিবারকে বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT