উলিপুরে জালিয়াতির মাধ্যমে মাদরাসার কমিটি গঠন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের অভিযোগ
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম বৃহস্পতিবার রাত ১১:৩২, ১৮ আগস্ট, ২০২২
উলিপুরে ভূয়া ভোটার তালিকায় গভার্নিং বডি গঠন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের অভিযোগ উঠেছে। উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর কেরামতিয়া দ্বি-মুখী আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রফিকুল ইসলাম এর বিরুদ্ধে এই অভিযোগ।
অভিযোগ সূত্রে জানা গেছে, মাদরাসা বোর্ড কর্তৃক গত ৪ এপ্রিল এডহোক কমিটি অনুমোদন হলে বিধি মোতাবেক খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করে নিয়মিত গভর্নিং বডি গঠনের বিধান থাকলেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রফিকুল ইসলাম ওই প্রতিষ্ঠানে ইবতেদায়ী শাখার শিক্ষার্থী না থাকা স্বত্বেও ইবতেদায়ীসহ আলিম শাখার ভূয়া ভোটার তালিকা তৈরি করে নিয়মিত গভর্নিং বডি গঠনের প্রক্রিয়া করেছেন।
অভিযোগে আরও উল্লেখ করেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রফিকুল ইসলাম গত ২২ জানুয়ারি ২০১৭ সালে সহকারি সুপার পদে যোগদান করলে বেসরকারি চাকরি বিধি মোতাবেক একাধিক শ্রেণিতে তৃতীয় বিভাগ থাকা স্বত্বেও এমপিও নীতিমালা উপেক্ষা করে সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শফিকুর রহমান মাদরাসার একাডেমিক স্বীকৃতির মেয়াদ উত্তীর্ণ হলেও জাল জালিয়াতির মাধ্যমে নিয়োগ ও এমপিওভূক্তির ব্যবস্থা করে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেন।
ওই সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শফিকুর রহমান গত ১৫ জুন উলিপুর বহুমুখী আলিম মাদরাসায় অধ্যক্ষ পদে যোগদান করেন। ১০ বছরের অভিজ্ঞতা ছাড়াই মুহাম্মদ রফিকুল ইসলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন।
ফলে ক্ষমতার বলে ওই ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঘরে বসে ভূয়া ভোটার তালিকা প্রস্তুত করে নিয়মিত গভার্নিং বডি গঠন এবং অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করেছেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর দাতা, প্রতিষ্ঠাতা, অভিভাবক ও বিদ্যুৎসাহী সদস্যগণ প্রতিষ্ঠানটি রক্ষার স্বার্থে প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় অভিভাবক, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে চরম অসন্তোষ দোখা দিয়েছে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রফিকুল ইসলাম এর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শফিকুর রহমান ঢাকায় অবস্থান করায় এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হন নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও পাঁচপীর কেরামতিয়া দ্বি-মুখী আলিম মাদরাসার গভার্নিং বডি নির্বাচনের প্রিজাইডিং অফিসার শাহ মো. তারিকুল ইসলাম বলেন, খসড়া ও চুড়ান্ত ভোটার তালিকা প্রনয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ অবগত নয়। তাই আমি পুনরায় নতুন করে খসড়া ও চুড়ান্ত ভোটার তালিকা তৈরি করার জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষকে চিঠি দিয়েছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, গভার্নিং বডির নির্বাচনটি স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।