ঢাকা (সকাল ১০:৩৩) মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উলিপুরে কালুডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সস্পন্ন

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock বৃহস্পতিবার রাত ০২:৩৬, ৩১ মার্চ, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে কালুডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন সস্পন্ন হয়েছে। গত সোমবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

জানা গেছে, নির্বাচনে ২৮৭টি ভোটের মধ্যে ১৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে বিকেল ৫টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার শাহ মো. তারিকুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

এতে সাধারণ সদস্য পদে প্রাপ্ত ভোট ১১১ পেয়ে আফজাল হোসেন (ক্রমিক নং- ০২) প্রথম, প্রাপ্ত ভোট ১০৯ পেয়ে ফারুক হোসেন (ক্রমিক নং- ০৬) দ্বিতীয়, প্রাপ্ত ভোট ১০৫ পেয়ে বাদশা আলমগীর (ক্রমিক নং- ০৭) তৃতীয় ও প্রাপ্ত ভোট ১০২ পেয়ে আমিনুল ইসলাম (ক্রমিক নং- ০৩) চতুর্থ নির্বাচিত হয়েছেন।

এছাড়া (সংরক্ষিত মহিলা) অভিভাবক সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাহিমা বেগম নির্বাচিত হয়েছেন।

এছাড়াও শিক্ষক প্রতিনিধি কৃষ্ণ গোপাল সরকার, শাহজাদা হক সরকার ও শিক্ষক প্রতিনিধি (সংরক্ষিত মহিলা) রত্না রাণী বর্মন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সাধারণ সদস্য পদে ৮জন প্রতিদ্বন্দ্বিতা করেন। উলিপুর থানার এসআই মামুনুর রশিদসহ সঙ্গীয় ফোর্স নির্বাচনে শান্তি শৃঙ্খলায় দায়িত্ব পালন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল হক সরকার বলেন, ব্যালট পেপারের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচিত সদস্যরা বিদ্যালয়ের উন্নয়নে যথাযথ ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার শাহ মো. তারিকুল ইসলাম বলেন, কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT