উলিপুরে করোনা মোকাবেলায় সামাজিক দুরত্ব নিশ্চিত করতে স্বচ্ছ মেডিসিন কর্ণারের ক্ষুদ্র প্রয়াস
মোঃ কামরুজ্জামান শনিবার সকাল ১১:৫৭, ২৮ মার্চ, ২০২০
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে কভিট-১৯ করোনাভাইরাস প্রতিরোধ মোকাবেলায় মেসার্স স্বচ্ছ মেডিসিন কর্ণারের সামনে ১ মিটার বাঁশ ও রশি দিয়ে ঘিরে সামাজিক দুরত্ব নিশ্চিত করে ব্যবসা পরিচালনা করছে মেডিসিন দোকানটি। শুক্রবার(২৭মার্চ) রাতে এমন দৃশ্য দৃষ্টিগোচর হয় একজন দোকানদার ও ক্রেতাদের মধ্যে কি রকম সামাজিক দুরত্ব বজায় রেখে লেনদেন হতে পারে তার দৃষ্টান্ত উলিপুরের আসাদুজ্জামান রাজু’র মেডিসিনের দোকানটি। সমগ্র বিশ্ব এখন আমরা যে বিপদের মধ্যেদিয়ে করোনা ভাইরাস মোকাবেলা করে যাচ্ছি তাতে এটা কোন নিছক পরিকল্পনা নয়। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে দোকানদার ও ক্রেতাদের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে যে কোন নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও মিডিসিন এভাবেই কেনাকাটা করুন। এ ব্যপারে স্বচ্ছ মেডিসিন কর্ণারের স্বত্বাধিকারী রাজু জানান,করোনাভাইরাস প্রতিরোধে দেশে সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগণ দীর্ঘ ছুটি পেয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে গ্রাম মুখী হয়েছে অধিকাংশ জনগণ করোনা ভাইরাস সম্পর্কে অসচেতন। প্রবাসীদের মত তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা কিন্তু তারা সরকারের এই নির্দেশ অমান্য করে অবাদে চলাফেড়া করছে। তাই আল্লাহর উপর ভরসা রেখে সকলকেই সজাগ থাকতে হবে ঔষধের দোকানদার হলেও আমরাও কিন্তু মানুষ। তাই এই কঠিন মছিবতের সময় করোনা ভাইরাসের কথা চিন্তা না করে এই পদ্ধতি অবলম্বন করে দোকান খোলা রেখে মানুষের সেবায় নিয়োজিত আছি। সকলেই দোয়া করবেন তামাম বিশ্বসহ বাংলাদেশকে আল্লাহ যেন করোনাভাইরাসের কবল থেকে রক্ষা করে।