ঢাকা (সকাল ৯:৫৮) শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

উলিপুরে করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে স্বচ্ছ মেডিসিন কর্ণারের ক্ষুদ্র প্রয়াস

<script>” title=”<script>


<script>

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:   কুড়িগ্রামের উলিপুরে করোনাভাইরাস প্রতিরোধ মোকাবেলায় মেসার্স স্বচ্ছ মেডিসিন কর্ণারের  সামনে ১ মিটার বাঁশ ও রশি  দিয়ে ঘিরে সামাজিক দুরত্ব নিশ্চিত করে ব্যবসা পরিচালনা করছে মেডিসিন দোকানটি।গত শুক্রবার(২৭মার্চ)রাতে এমন দৃশ্য দৃষ্টিগোচর হয়  একজন দোকানদার ও ক্রেতাদের মধ্যে কি রকম সামাজিক দূরত্ব বজায় রেখে লেনদেন হতে পারে তার দৃষ্টান্ত উলিপুরের আসাদুজ্জামান রাজু’র মেডিসিনের দোকানটি।সমগ্র বিশ্ব এখন আমরা যে বিপদের মধ্যেদিয়ে করোনাভাইরাস মোকাবেলা করে যাচ্ছি তাতে এটা কোন নিছক পরিকল্পনা নয়। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে দোকানদার ও ক্রেতাদের মধ্যে সামাজিক  দূরত্ব বজায় রেখে  যে কোন নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও মেডিসিন এভাবেই কেনাকাটা করুন।

এ ব্যাপারে স্বচ্ছ মেডিসিন কর্ণারের স্বত্বাধিকারী রাজু জানান,করোনাভাইরাস প্রতিরোধে দেশে সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগণ দীর্ঘ  ছুটি পেয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে গ্রাম মুখী হয়েছে অধিকাংশ জনগণ করোনা ভাইরাস সম্পর্কে অসচেতন।প্রবাসীদের মত তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা কিন্তু তারা সরকারের এই নির্দেশ অমান্য করে অবাদে চলাফেরা করছে। তাই আল্লাহর উপর ভরসা রেখে সকলকেই সজাগ থাকতে হবে ঔষধের দোকানদার হলেও আমরাও কিন্তু মানুষ।তাই এই কঠিন মছিবতের সময় করোনা ভাইরাসের কথা চিন্তা না করে এই পদ্ধতি অবলম্বন করে দোকান খোলা রেখে মানুষের সেবায় নিয়োজিত আছি। সকলেই দোয়া করবেন তামাম বিশ্বসহ বাংলাদেশকে আল্লাহ যেন করোনাভাইরাসের কবল থেকে রক্ষা করে।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT