ঢাকা (রাত ১১:২০) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উলিপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৩৩, ১৫ সেপ্টেম্বর, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার হাতিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে ৩২জন পরীক্ষার্থীকে; অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল মহিবুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে; প্রতি জনকে ২টি কলম, ১টি স্কেল, ১টি জ্যামিতি বক্স ও ১টি ক্লিপবোর্ড বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন-উলিপুর থানার পুলিশ পরিদর্শক রুহুল আমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএম আবুল হোসেনসহ সকল শিক্ষক-কর্মচারী ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।

অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল মহিবুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা এসব উপকরণ এর মাধ্যমে যেন ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং পরীক্ষায় সফলতা লাভ করতে পারে; তাই আমার বন্ধুদের সহায়তায় এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হলো।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT