উলিপুরে আদালতের নির্দেশ উপেক্ষা করে জায়গা দখল
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম বুধবার রাত ১১:১৭, ২৭ এপ্রিল, ২০২২
কুড়িগ্রামের উলিপুরে আদালতের নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমি টিনের বেড়া দিয়ে দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার ধামশ্রেণী ইউনিয়নে বিজয়রাম তবকপুর গ্রামে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিজয়রাম তবকপুর মৌজার ৩৮৯ নং খতিয়নের অন্তর্গত জমি ৩৬৬ দাগে ১৭ শতাংশ ও ৩৬৭ দাগে ১৪ শতাংশসহ মোট ৩১ শতাংশ জমি সঠিকভাবে মমতাজ বেগমের নামে রেকর্ড হয়।
সেই মোতাবেক ভোগদখল অবস্থায় মমতাজ বেগম গত বছর ৮ জুন ৩৮৭৯ নং রেজিঃকৃত কবলা দলিল মুলে আরএস ৩৬৭ দাগে ১৪ শতাংশ জমির মধ্যে সাড়ে ৯ শতাংশ জমি উকিল আমিনের নিকট এবং গত বছরের ২২ ফেব্রুয়ারি ১৮৪২ নং রেজিঃকৃত কবলা দলিল মুলে আরএস ৩৬৭ দাগের ২ শতাংশ জাহানারা বেগমের নিকট বিক্রি করে তাদের দখল বুঝিয়ে দেয়।
মমতাজ বেগমের ৩১ শতাংশ জমির মধ্যে বিক্রিত সাড়ে ১১ শতক জমি বাদ দিয়ে সাড়ে ১৯ শতাংশ জমি মমতাজ বেগমের নামে দখল রয়েছে। এই জমি নিয়ে মমতাজ বেগম ও রুহুল আমিন ওরফে উকিল আমিন গং এই দুইপক্ষের মধ্যে মামলা চলছে (কুড়িগ্রামের মোকদ্দমা নং-২৮৩/২০২১)।
আদালত হতে ন্যায় প্রণালী-সংহিতা অর্ডার নং-৩৯ রুল ১/২ ও ১৫১ ধারা অনুযায়ী গত ১৭ ফেব্রুয়ারী উক্ত সম্পতি স্থিতিবস্থায় বিদ্যমান পরিস্থিতি বজায় রাখার আদেশ জারি থাকা সত্বেও বিবাদীরা গত ১৭ এপ্রিল রাত ১০ টায় ওই সাড়ে ১৯ শতাংশ জমির চারদিকে টিন দ্বারা বেড়া দিয়ে ঘিরে দখল করেছেন।
বাদী মমতাজ বেগম বলেন, আদালতকে সম্মান করে আমার ওই জায়গায় কোন কিছু করিনি। কিন্তু বিবাদীরা আদালতের নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমি টিনের বেড়া দিয়ে দখল করে নিয়েছে।
অভিযুক্ত রুহুল আমিনের স্ত্রী মমতাজ বেগম বলেন,আদালতের নির্দেশ নাই বিধায় আমরা জমি দখলে নিয়েছি। নির্দেশ থাকলে আমি কেন, আমার বাবাও যেত না।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করে থাকি। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।