ঢাকা (রাত ১:০৯) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উলিপুরে আগুনে পুড়ে ৪টি দোকান ভুস্মীভূত

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock শনিবার সন্ধ্যা ০৭:১০, ২৫ সেপ্টেম্বর, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে আগুনে পুড়ে ৪টি দোকান ভুস্মীভূত হয়ে গেছে।শনিবার রাত সাড়ে ৩ টায় উপজেলার হাতিয়া ইউনিয়নে হাতিয়া ভবেশ বাজারে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।এতে প্রায় ১৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত দোকান মালিক সূত্রে জানা গেছে,শনিবার রাত সাড়ে ৩ টার দিকে আব্দুল হাকিমের কাপড়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।মুহুর্তেই আগুন পাশের তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস অফিসে মোবাইল ফোনে কল দিয়ে খবর দিলে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছাতে বেশ কিছুটা সময় লাগে।

স্থানীয় লোকজন ঘন্টাখানিক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।ততক্ষণে আগুনের লেলিহান শিখায় সুলতান মিয়ার কাপড়ের দোকান,মাইদুল ইসলামের টিন ও সিমেন্টের দোকান এবং শ্রী বাহাদুরের সেলুন ভুস্মিভূত হয়।পরে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক টিম ২ ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছে।এতে বাজারের দোকান মালিক ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।

ক্ষতিগ্রস্ত কাপড়ের দোকান মালিক শহিদুর রহমান জানান,ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক টিম আসার আগেই ৪ টি দোকান আগুনে পুড়ে গেছে।এ অগ্নিকান্ডে তার প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।মোট প্রায় ১৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT