ঢাকা (রাত ১১:৩০) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উপ-নির্বাচন নওগাঁ-৬ রাণীনগরে আওয়ামীলীগের নির্বাচনী ক্যাম্পে ভাংচুর ও অগ্নি সংযোগ,ছাত্রদল নেতা আটক

আবু ইউসুফ,নওগাঁ আবু ইউসুফ,নওগাঁ Clock বুধবার বিকেল ০৪:২৬, ১৪ অক্টোবর, ২০২০

নওগাঁর রাণীনগরে একই রাতে আওয়ামীলীগের চারটি নির্বাচনী ক্যাম্পে ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এঘটনায় জড়িত সন্দেহে সুমন হোসেন (২২) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।

জানাগেছে, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে আগামী ১৭ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে প্রচার প্রচারনার জন্য নির্বাচনী ক্যাম্প করেছে নৌকা মার্কার সমর্থকরা। মঙ্গলবার রাতে দুবৃত্তরা হামলা চালিয়ে চারটি নির্বাচনী ক্যাম্পে ভাংচুর ও অগ্নি সংযোগ করে। রাণীনগর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলু জানান,মঙ্গলবার রাত অনুমান সাড়ে ৯টা নাগাদ বড়গাছা ইউনিয়নের ভাটকৈ বাজারে অবস্থিত নৌকা মার্কার নির্বাচনী ক্যাম্পে এবং একই রাতে একডালা ইউনিয়নের স্থল বরবড়িয়া গ্রামে নির্বাচনী ক্যাম্পে,পারইল ইউনিয়নের ভান্ডারগ্রাম বগারবাড়ী নির্বাচনী ক্যাম্প ও খট্রেশ্বর ইউনিয়নের মধ্যরাজাপুর গ্রামে নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে।

তিনি দাবি করে বলেন,নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে প্রতিপক্ষের লোকজন এই ন্যাক্কার জনক হামলা,ভাংচুর ও অগ্নিকান্ড ঘটিয়েছে। এঘটনায় জড়িত থাকার সন্দেহে থানাপুলিশ অভিযান চালিয়ে ভান্ডার গ্রামের আক্কাছ আলীর ছেলে উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সুমন হোসেনকে আটক করেছে।

এঘটনায় পারইল ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুকমল চন্দ্র বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন ।

রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন,ইতি মধ্যে পারইল ইউনিয়নের ভান্ডারগ্রাম বগারবাড়ী নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে সুমন হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। অপর ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT