ঈদের পর পুনরায় কঠোর লকডাউন
ডেক্স রিপোর্ট মঙ্গলবার রাত ০১:২৭, ১৩ জুলাই, ২০২১
আটদিন শিথিলতার পর আগামী ২৩ জুলাই থেকে পুনরায় দেশব্যাপী কঠোর লকডাউন আরোপ করবে সরকার।
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার গতকাল সোমবার (১২ জুলাই) একথা জানান।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৫-২২ জুলাই পর্যন্ত আটদিন- চলমান কঠোর বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার আওতায় গনপরিবহন চলাচলসহ বিপণী কেন্দ্র ও দোকানপাট খুলে দেওয়া হতে পারে বলে মন্ত্রিপরিষদ সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে।
এব্যাপারে আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ থেকে গ্যাজেট প্রজ্ঞাপন জারি করা হবে বলে প্রধান তথ্য কর্মকর্তা উল্লেখ করেন।
এদিকে গতকাল সোমবার দেশে রেকর্ড সংখ্যক ১৩,৭৬৮ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয় আরও ২২০ জনের।