ঢাকা (ভোর ৫:২৬) বুধবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈদের ছুটি শুরু হচ্ছে আগামীকাল থেকে

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার বিকেল ০৫:৫৬, ৭ জুলাই, ২০২২

আগামী ১০ জুলাই পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করবেন মুসলমানরা। স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ইতোমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ।

ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল শুক্রবার (৮ জুলাই) থেকে ৪ দিনের ছুটি শুরু হচ্ছে। ঈদের ছুটি থাকবে ৯, ১০ ও ১১ জুলাই (শনি, রবি ও সোমবার)। শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় এবার ঈদে একদিন আগেই ছুটি শুরু হচ্ছে। সে হিসেবে আজ বৃহস্পতিবারই শেষ কর্মদিবস। তাই এবার টানা চার দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

আজ শেষ কর্মদিবসে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কিছু কিছু দপ্তরে উপস্থিতি ছিল কিছুটা কম। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যার দূর-দূরান্তে যাবেন তাদের অনেকে অফিসে হাজিরা দিয়েই ছুটে গেছেন গন্তব্যের দিকে। অনেকে আবার একদিন আগেই ছুটি নিয়েছেন।

দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় সচিবালয়ে দর্শনার্থীদের আনাগোনাও ছিল অনেকটা কম।

চারদিনের ছুটি শেষে মঙ্গলবার থেকে যথারীতি অফিস শুরু করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT