ঢাকা (সকাল ১০:০৬) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ইউপি সদস্যর সাথে বিরোধের জের ধরে পরিবারসহ আহত হলেন এক আদালতকর্মী

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ০৯:৫৬, ১৩ জুন, ২০২০

মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি, মৌলভীবাজারঃ   মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার উসমানপুর এলাকায়  পূর্বের শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় মৌলভীবাজার চীফ জুডিশিয়েল আদালতের সহকারী রেকর্ড কিপার, তার স্ত্রী ও সন্তান গুরুত্বর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কুলাউড়ার বড়মচালের আলীনগর (উসমানপুর) এলাকার মোঃ শফিউল আলম বেলালী ও একই এলাকার প্রভাবশালী ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান কেরামতের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে বিরোধ চলছিল। শফিউল আলম বেলালী মৌলভীবাজার চীফ জুডিশিয়েল আদালতের সহকারী রেকর্ড কিপার হিসেবে কর্মরত থাকায় তিনি মৌলভীবাজার জেলা সদরে বসবাস  করেন। সাপ্তাহিক ছুটি ও অন্যান্য সাধারণ ছুটি পেলেই  তিনি তার বাড়িতে যান।
শুক্রবার বিকেলে বেলালী তার নিজ রাস্তার পাশে ফুলের চারা লাগানোর সময় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান কেরামত তার দলবল নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় আহত হন মোঃ শফিউল আলম বেলালী, তার স্ত্রী কাজেমা বেলালী, মেয়ে বরমচাল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দশম শ্রেনীর ছাত্রী সুয়ারা বেলালী দিল্লী ও বড়মচাল খন্দকার দাখিল মাদ্রসার ছাত্র আখলাকুল আলম বেলালী।
কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, দীর্ঘদিন থেকে উভয় পক্ষের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। এ বিষয়ে একটি মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামী ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT