ঢাকা (রাত ৪:০১) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

আ. লীগ নেতার ছেলের ভাঙ্গারির দোকান থেকে উদ্ধার হলো ৪ হাজার ৫০০ কেজি চাল!

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock শনিবার দুপুর ০১:২২, ১১ এপ্রিল, ২০২০

খোলা বাজারে বিক্রির চাল উদ্ধার হলো ভাঙ্গারির দোকান থেকে। দোকানের মালিক নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের ছেলে আমিনুর রহমান শাকিল (৪৫)। ১০ টাকা কেজি মূল্যে খোলা বাজারে বিক্রির জন্য বরাদ্দপ্রাপ্ত ৯০ বস্তা চাল (প্রায় ৪ হাজার ৫০০ কেজি) জব্দের পাশাপাশি শাকিলকেও আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকাল ৩ টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি বাজারের সাইফুল মিয়ার ভাঙ্গারির দোকানঘর থেকে এসব চালের বস্তাসহ উদ্ধার করা হয়। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করেছে ভাঙ্গারি ব্যবসায়ী সাইফুল মিয়া।

জব্দকৃত চালের বস্তার উপর খাদ্য অধিদপ্তর লেখা রয়েছে বলেও জানায় পুলিশ। চালের বস্তাগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় রাখা হয়েছে বলে জানা গেছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, সাইফুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চালের বস্তাগুলোর মধ্যে একটি বস্তায় ৪৫ কেজি, একটি বস্তায় ৪০ কেজি এবং অন্য ৮৮টি বস্তায় ৫০ কেজি করে চাল রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT