ঢাকা (দুপুর ১২:৫৮) সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কিডনী রোগে আক্রান্ত জাহেদের পাশে দাঁড়ালো “প্রবাসী জনকল্যাণ পরিষদ”

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট Clock সোমবার রাত ০১:৪০, ১৭ আগস্ট, ২০২০

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১ নং বর্ণি  ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্ণি “প্রবাসী জনকল্যাণ পরিষদ” এর পক্ষ থেকে উপজেলার ২নং দাসের বাজার ইউনিয়নের সুড়িকান্দি (চুলুপাঁড়া)গ্রামের কৃতি সন্তান বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র কিডনী রোগী জিন্নাতুল বাহার জাহেদ এর চিকিৎসার জন্য ৫০,০০০ (পঞ্চাশ হাজার টাকা) আর্থিক সহয়তা তাঁর মা-বাবার হাতে প্রদান করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন, ২নং দাসের বাজারের সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিন (মাতাই) ১নং বর্নি  ইউনিয়ন ০৯ ওয়ার্ডের ইউঃপিঃ সদস্য হাজী ছায়ফুজ্জামান ছরওয়ার ডাঃ শাহাব উদ্দিন, ডাঃ সুনাম উদ্দিন, বর্ণি প্রবাসী জন কল্যাণ পরিষদ এর সদস্য রুছিত আহমদ, আলী হোসেন (কুয়েত প্রবাসী) প্রমূখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT