ঢাকা (দুপুর ২:০৪) রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

আন্তরিকতার সঙ্গে অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছেন ইউএনও ও এসিল্যান্ড

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শনিবার দুপুর ০১:৩৩, ৩ মে, ২০২৫

দাউদকান্দি উপজেলার ইতিহাসে প্রথম নারী নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলাম। উপজেলা প্রশাসন সামাল দেওয়ার পাশাপাশি অতিরিক্ত দায়িত্বও সামলাচ্ছেন সমানতালে। এতে কষ্ট হলেও জনগণের কল্যাণে কাজ করছেন বলে নিজের মাঝে কোনো বিরক্তিকর ছাপ নেই। বরং আন্তরিকতার সহিত নিজের পেশাদারিত্ব ফুটিয়ে তুলছেন সুন্দরভাবে। ৫ আগষ্ট পটপরিবর্তনের পর সারাদেশে সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভাইস-চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান(সংরক্ষিত), পৌরসভা, ওয়ার্ড কাউন্সিলর পদ বিলুপ্ত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার।

এছাড়া বেশিরভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় মামলা থাকায় অনেকেই আত্মগোপনে আছেন। কেউ কেউ আবার জেলহাজতে আছেন। এসব কিছু মিলিয়ে জনসেবা যাতে বিঘ্ন না ঘটে সেই লক্ষ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান, সংরক্ষিত ভাইস-চেয়ারম্যান, বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিসহ নানা দাপ্তরিক দায়িত্ব অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করছেন দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলাম।
আশ্চর্যের বিষয় হলো নারী হয়েও প্রায় সাড়ে তিন লাখ ভোটার সংখ্যাসহ প্রায় ৬ লাখ জনসংখ্যার এই দীর্ঘ উপজেলা ও ১৫ টি ইউনিয়নের নাগরিক পরিষেবা নিশ্চিতকরণের পাশাপাশি দেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক এলাকার ১৫ কিলোমিটার দীর্ঘ এলাকা রয়েছে এই উপজেলা জুড়ে। মহাসড়কে যানজট নিরসনের চেষ্টা করে যাত্রীদের ভোগান্তি কমাতেও তিনি করিতকর্মা হয়ে বিরামহীন কর্মযজ্ঞে নিজেকে ব্যস্ত রাখছেন।

তিনি বিভিন্ন দাপ্তরিক দায়িত্ব পালন করতে গিয়ে সাধারণ মানুষ এসে যে পরিষেবা নিচ্ছেন এতে উপকারভোগী সেবা প্রত্যাশীরা সন্তুষ্ট হয়ে বাড়ি ফিরছেন। এছাড়াও মাসিক আইনশৃঙ্খলা সভায় তার সরব উপস্থিতি ও কঠোর নির্দেশনা বাস্তবায়নে এলাকার শান্তিশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে বলেও খোঁজ নিয়ে জানা গেছে। সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তদারকি করার জন্য নিজেই ছুটে যান বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের প্রত্যন্ত এলাকায়।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক নাইমা ইসলাম জানান,” মানুষের জন্য কাজ করছি। মানুষের সেবা দিতে গিয়ে এক ধরনের আনন্দ পাচ্ছি। এই আনন্দ কাজের স্পৃহা বাড়িয়ে দেয়। আর তখন মনে হয় না যে অতিরিক্ত দায়িত্ব পালন করছি। সকলের আন্তরিক সহযোগিতা পেলে আমরা জনসেবা পৌঁছে দিব জনগণের দোরগোড়ায়। ”

দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন রেদওয়ান ইসলাম। তিনি বর্তমানে তার অর্পিত দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন। তিনি দুটি গুরুত্বপূর্ণ দপ্তরের করিৎকর্মা হয়ে দায়িত্ব পালন করছেন। ভূমি অফিসে সেবা নিতে আসা সেবাপ্রাপ্তি সাধারণ মানুষেরা তার সঙ্গে প্রাণ খুলে কথা বলে বিভিন্ন সমস্যা সমাধান করে নিতে পারেন। এতে সেবাপ্রাপ্তির জন্য আসা সাধারণ মানুষের দালালদের খপ্পরে পড়ে বিড়ম্বনা পোহাতে হচ্ছে না। নামজারি, রেকর্ড ভুল সংশোধনী, মিউটেশনসহ ভূমি পরিষেবার আওতায় যেসব সেবা আছে সেইসব সেবা প্রাপ্তিতে সেবাপ্রত্যাশীদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না এখন।

অপরদিকে পৌরসভা একটি আলাদা সায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় সেখানে তাকে সময় দিতে হচ্ছে। বলা যায়,তিনি পৌরপ্রশাসক হিসেবে যোগদান করার পর থেকে হাটবাজার ইজারা বিষয়টি একটি জটিল ইস্যু হয়ে দাঁড়ায়। কারণ হিসেবে জানা যায়, এখানে বিএনপির অপ্রকাশ্য দুটি গ্রুপ ও জামায়াতে ইসলামীর একটি পক্ষ ইজারা ভাগিয়ে নিতে হার্ডলাইনে চলে যায়।
এমন একটি খবর পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম জানতে পেরে উভয়পক্ষের সঙ্গে তিনি পরামর্শ করে পরিস্থিতি শান্ত করে ইজারাদারদের থেকে দরপত্র আহ্বান করে উন্মুক্ত পক্রিয়াতে তা সম্পন্ন করেন। এতে বড় ধরনের ঝামেলাও মুক্ত হয়। তা না হলে উভয়পক্ষের মধ্যে ত্রিমুখী সংকট হওয়ার সম্ভাবনা ছিল। এই কঠিন বিষয়টি তিনি সহজে সমাধান করার পরই সাধারণ মানুষের মাঝে তার কর্মদক্ষতা ও পেশাগত দূরদর্শিতার খবর পৌঁছে যায়। এর পাশাপাশি পৌরসভার যেখানেই তিনি সমস্যার কথা শুনতে পান, নিজেই তড়িৎগতিতে তাৎক্ষণিক সরেজমিনে গিয়ে দেখবাল করে থাকেন। জটিল সমস্যা সমাধান করে থাকেন। এছাড়াও পৌরসভার নাগরিক সেবা আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ,ওয়ারিশ সনদ হালনাগাদ তথ্য সংগ্রহ করার জন্য ও দ্রুত এসব পরিষেবা প্রদান করার লক্ষ্যে অনলাইন প্রযুক্তি উন্নতিকরণ পক্রিয়া সম্পন্ন করেছেন পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম।

পৌরসভার প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে স্বাচ্ছন্দ্য উপভোগ করছেন বলে জানান, পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রেদওয়ান ইসলাম।
তিনি আরও বলেন, আমরা সরকারের নির্দেশ বাস্তবায়নে মাঠপর্যায়ের প্রান্তিক জগোষ্ঠীর জন্য জনসেবা সহজ করার লক্ষ্যে কাজ করছি। মানুষ যদি আমার কাছে এসে মনে শান্তি পায়, তার সমস্যা সমাধান হয় এটাই আমার বড় প্রাপ্তি। সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনা মেনে কাজ করাই আমাদের অঙ্গীকার। “




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT