ঢাকা (বিকাল ৩:০০) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


আদমদীঘির রক্তদহ বিলে নৌকা ডুবে মা-ছেলের মৃত্যু

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock মঙ্গলবার বিকেল ০৫:৪৫, ৪ আগস্ট, ২০২০

মিরু হাসান বাপ্পী, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির ঐতিহাসিক রক্তদহ বিলে নৌকা ডুবে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মা চাঁদনী বেগম (২৯) ও ছেলে সাদ (৭)। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। নিহতরা উপজেলার সান্দিড়া গ্রামের শহীদ হোসেনের স্ত্রী ও ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, চাঁদনী বেগম ছেলে সাদকে নিয়ে স্বপরিবারে ভাগ্নীর বাড়ি করজবাড়ী গ্রামে যাওয়ার জন্য স্বামীর বাড়ি থেকে বের হন। কিন্তু দমদমার কিশোর সিহাব হত্যায় ঘটনায় করজবাড়ী গ্রামে আটোরিক্সা চলছেনা জেনে পরিবারের সকলকে নিয়ে রক্তদহ বিলের সান্দিড়া ঘাট থেকে নৌকায় রওনা হয়। নৌকাটি বিলের মাঝ খানে পৌঁছালে হঠাৎ তলা ফেটে পানি উঠতে থাকে। এসময় নৌকার মাঝি ও চাঁদনীর ভাগ্নী জামাই পানিতে নেমে তাদের রক্ষা করতে চেষ্টা চালায়। এমতাবস্থায় বিলে থাকা একটি নৌকা তাদের দেখে এগিয়ে এসে সকলকে বাঁচানোর চেষ্টা করে। কিন্ত ততক্ষনে চাঁদনী ও তার ছেলে পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে সান্তাহারে একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন নৌকা ডুবে মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT