আদমদীঘিতে মাস্ক না পড়ায় ১২জনের জরিমানা
মিরু হাসান বাপ্পী, আদমদীঘি (বগুড়া) শুক্রবার রাত ০১:০৫, ২৪ জুলাই, ২০২০
বগুড়ার আদমদীঘি বাজার এলাকায় মাস্ক না পড়ে অবাধে চলাফেরা করায় একজন মটরসাইকেল আরোহীসহ ১২জন পথচারীকে ৪হাজার ৬শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অপর দিকে লাইসেন্স নবায়ন না করে ভাই ভাই মৎস্য হ্যাচারী পরিচালনা করায় একই দিনে ওই হ্যাচারী মালিকের ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩জুলাই) বিকেলে আদমদীঘি বাজার এলাকায় মাস্ক না পড়ে অবাধে চলাফেরা করায় শাহীনসহ ১২জন পথচারীকে ও উপজেলা হাসপাতাল এলাকায় হ্যাচারী মালিক শামীম হোসেনকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ এ রায় দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল প্রমূখ।