ঢাকা (সন্ধ্যা ৭:২৩) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

আদমদীঘিতে মাজারের দান বাক্সের টাকা চুরির অভিযোগ

চুরি

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ০৯:৪৩, ২৬ জুন, ২০২০

মিরু হাসান বাপ্পী , আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে হযরত দূলর্ভ দেওয়ান (রঃ) মাজার শরীফের দান বাক্সের টাকাচুরি ঘটনা ঘটেছে। শুক্রবার উপজেলার সান্তাহার পৌর শহরে হবিরমোড় নামক স্থান থেকে দান বাক্সের তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটে।

কাউন্সিলর মজিবর রহমান জানান, উপজেলার সান্তাহার পৌর শহরে অবস্থিত হযরত দূলর্ভ দেওয়ান (রঃ) মাজার। এই মাজারের দান বাক্স হবিরমোড় নামক স্থানে রাখা হয়। সেখানে যে যা পারে দান করে। এক মাস পর পর দান বাক্সের টাকা গণনা করেন মাজার কমিটি। কে বা কাহারা রাতের আধারে দানবাক্সে তালা ভেঙে টাকা চুরি করে। সকালে চুরির ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করি। এব্যাপারে এখনো কোন অভিযোগ করা হয়নি। তবে অভিযোগ করবো বলে তিনি জানান।

আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, এব্যাপারে এখনো কোনো অভিযোগ কেউ করেনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT