ঢাকা (রাত ৪:১০) রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ ইং

আদমদীঘিতে চিকিৎসকসহ নতুন করোনা শনাক্ত ৫ জন



মিরু হাসান বাপ্পী, আদমদীঘি প্রতিনিধি:     বগুড়ার আদমদীঘিতে চিকিৎসকসহ আরও ৫ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের তথ্য পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে তাদের দেহে কোভিড -১৯ শনাক্তের তথ্য নিশ্চিত হওয়া যায়। এনিয়ে আদমদিঘীতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ সুস্থ হয়েছেন ১২জন। এ বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান।

তিনি জানান, আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকার চিকিৎসক মাসুদ, লিপি, তাঁরাবানু, মাহমুদুল্লাহ, সম্রাট, এই ৫ জনের মধ্যে কারও হালকা জ্বর আবার কারও কাশি মাথাব্যাথা এসব করোনা উপসর্গ রয়েছে। তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে বগুড়া ল্যাবে পাঠায়।

গতকাল বৃহস্পতিবার রাতে করোনা ভাইরাস নমুনা পরিক্ষার ফলাফল পজিটিভ আসে। তবে তারা সুস্থ আছেন বলে জানান। বর্তমানে তাদের বাড়িতে কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT