ঢাকা (সকাল ৮:৫৪) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

আদমদীঘিতে করোনায় আরোও একজনের মৃত্যু

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বুধবার রাত ০৯:১৮, ১৭ জুন, ২০২০

মিরু হাসান বাপ্পী, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বুধবার, ১৭ জুন, ২০২০ বগুড়ার আদমদীঘিতে ঔষধ কোম্পানীর এক বিক্রয় প্রতিনিধি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। গতকাল বুধবার সকালে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ নিয়ে গত তিন দিনে উপজেলায় মোট ৪ জনের মৃত্যু হয়। জানা যায়, উপজেলার নসরতপুর ইউনিয়নের সিধলী গ্রামের হাজী খোরশেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৫) কুমিল্লায় একটি ঔষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসাবে কর্মরত ছিল। তার শরীরে জ্বর, সর্দি, কাশি অনুভব করায় তার নিজ বাড়ী সিধলী গ্রামে ফিরে এসে উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানোর পর তার ফলাফল পজেটিভ আসলে গত রবিবার বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ। বুধবার বিকেলে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT