ঢাকা (রাত ৪:৪০) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল করোনা ভাইরাসে আক্রান্ত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শুক্রবার রাত ১০:৫০, ২২ মে, ২০২০


মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধি: সিলেট প্রফেশনাল টেকনিক্যাল ইন্সটিটিউটের (SPTI) সভাপতি, জাস্ ইন্সটিটিউটের সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক, সিলেট বিভাগীয় ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল করোনা ভাইরাসে আক্রান্ত। তিনি বলেন ৬ দিন আগে উনার হালকা জ্বর আসে পরে উনি পরিচিত ডাক্তারের পরামর্শে ওষুধ খাওয়া শুরু করেন। যার ফলে উনার জ্বর কমে আসে। পরবর্তীতে উনি গত পরশু বুধবার করোনা পরীক্ষা করান। গতকাল বৃহস্পতিবার উনার রিপোর্ট পজিটিভ আসে। উনি বতর্মানে শারীরিক ভাবে সুস্থ আছেন এবং বাসার মধ‍্যে আইসুলেশনে আছেন। উনি সবার কাছে দোয়া চেয়েছেন। এই সংবাদে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে আতঙ্কিত হয়ে পড়ছেন। এই অবস্থান সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ এক ফেসবুকে বার্তায় মানুষিকভাব ভেঙ্গে না পরার আহবান জানিয়েছেন। নিচে তার বার্তা হুবহু তুলে ধরা হল “বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল করোনা ভাইরাসে আক্রান্ত। কিছুক্ষণ আগে ফোনে তার সাথে আমার কথা হয়েছে। সে বাসায় আছে এবং সুস্থ আছে। গত কয়েকদিন যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদেরকে বাসায় থাকার অনুরোধ জানাচ্ছি এবং কোন শারিরীক সমস্যা অনুভব করলে আমার সাথে কিংবা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল। কেউ মানসিকভাবে ভেঙে পরবেন না, যেকোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি। প্রিয় নাদেলের দ্রুত করোনামুক্তির জন্য সকলের দোয়া কামনা করছি”।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT