ঢাকা (সকাল ১০:১৪) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আসল বিশ্বকাপ

খেলাধুলা Source তথ্যসূত্রঃ https://www.kalerkantho.com/online/sport/2022/10/22/1195670 ২১৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার সকাল ০৯:৫৮, ২২ অক্টোবর, ২০২২

১৬ অক্টোরব থেকে গতকাল (শুক্রবার) পর্যন্ত যা হলো সবই ছিল প্রথম পর্বের আড়ালে বাছাই পর্বের ম্যাচ। সেখান থেকে মূল পর্বে কোয়ালিফাই করেছে চারটি দল- শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। আজ শুরু হচ্ছে সুপার টুয়েলভের খেলা। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আর রানার্স-আপ নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আসল বিশ্বকাপ।

বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের লড়াই দিয়ে মূল পর্বের আমেজ আর উত্তাপ—দুটোই ছড়ানোর কথা। হ্যাঁ, কথাই। বিরূপ প্রকৃতি নিশ্চিত করে কিছু বলার উপায় রাখলে তো! অস্ট্রেলিয়ায় এবার আসল বিশ্বকাপ বরং শুরু হচ্ছে প্লাবিত হওয়ার ঝুঁকি নিয়ে। অতিবৃষ্টির কারণে মেলবোর্ন আর সিডনির আশপাশের কিছু জনপদ এরই মধ্যে প্লাবিত হয়েছে। সেই জায়গাগুলো ভয়ংকর বন্যায় ভাসিয়ে নিয়েও থামেনি বৃষ্টির তোড়। পরিস্থিতি এতটাই নাজুক যে কিছু জায়গায় জরুরি অবস্থাও জারি করতে হয়েছে অস্ট্রেলিয়া সরকারকে।

কথায় আছে, লোকালয় পুড়লে দেবালয়ও সুরক্ষিত থাকে না। একই অবস্থা যেন টি-টোয়েন্টি বিশ্বকাপেরও। চোখরাঙানি আছে এই আসরের প্রথম দুটি মহা ম্যাচও ভেসে যাওয়ার। আজ সিডনিতে বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কা রয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি। পূর্বাভাস ম্যাচের সময় বৃষ্টি হওয়ার। একই পূর্বাভাস মেলবোর্নে ২৩ অক্টোবরের ভারত-পাকিস্তান ম্যাচের সময়ও। অবশ্য অন্তত ১০ ওভার খেলা না হলে টিকিটের পুরো টাকাই ফেরত পাবে দর্শকরা। কিন্তু বিশ্বের নানা জায়গা থেকে আসা ভারতীয় সমর্থকদের তো এর চেয়ে বহুগুণ খরচ এরই মধ্যে হয়ে গেছে




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT