ঢাকা (রাত ৪:২৮) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


অঘোষিত কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ আজ

খেলাধুলা Source তথ্যসূত্রঃ https://www.ittefaq.com.bd/619298/%E0%A6%86%E0%A6%9C-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A7%8B%E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6 ২১৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার সকাল ০৯:৩০, ৬ নভেম্বর, ২০২২

সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে নেদারল্যান্ডস। রবিবার অ্যাডিলেইডে প্রোটিয়াদের ১৩ রানে হারিয়েছে ডাচরা। নেদারল্যান্ডসের দেওয়া ১৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা থেমেছে ১৪৫ রানে। আজ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত দক্ষিণ আফ্রিকার।

দক্ষিণ আফ্রিকার হারে সেমিতে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। এই মাঠে আজ পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাবর আজমদের হারাতে পারলেই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিতে খেলার গৌরব অর্জন করবে বাংলাদেশ।

সুপার টুয়েলভ পর্বে ‘২’ নম্বর গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে এখনো পর্যন্ত শীর্ষে রয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকা রয়েছে ৫ পয়েন্টে। এ দুই দল কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকলেও বাংলাদেশ আর পাকিস্তান ৪ পয়েন্ট নিয়ে ‘অলৌকিক’ কিছুর অপেক্ষায় রয়েছে। আজ দক্ষিণ আফ্রিকা খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতলে সুপার টুয়েলভের ‘২’ নম্বর গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করবে প্রোটিয়ারাই। তবে হেরে গেলে সুযোগ তৈরি হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জয়ী দলের। পয়েন্ট সমান হলেও নেট রান রেটে এগিয়ে আছে পাকিস্তানই। তবে দক্ষিণ আফ্রিকা ও ভারত নিজ নিজ খেলায় জয়ী হলে তখন বাংলাদেশ পাকিস্তান যারাই জিতুক না কেন জয়টা শুধু সান্ত্বনাই হয়ে থাকবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT