ঢাকা (রাত ১১:৩১) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


৯৯৯-এ কল করে রক্ষা পেলেন শিক্ষার্থীরা

নাজমুল রাজা, সিরাজগঞ্জ নাজমুল রাজা, সিরাজগঞ্জ Clock মঙ্গলবার রাত ১১:০৭, ৪ আগস্ট, ২০২০

ঈদ বিনোদন করতে গিয়ে আটকা পড়া অর্ধশতাধিক শিক্ষার্থী উদ্ধার করেছে এনায়েতপুর থানা পুলিশ। জানা যায়, ঈদ বিনোদন আনন্দ উপভোগ করতে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কামুটিয়া গ্রামের প্রায় ৫০ জন স্কুল-কলেজের শিক্ষার্থী মিলে ইঞ্জিনচালিত একটি শ্যালো নৌকা নিয়ে বঙ্গবন্ধু সেতু ও যমুনা নদীতে আনন্দ ভ্রমণে রওনা হন।

দিনভর নদীতে বিনোদনসহ দুপুরের খাবার গ্রহণ ও বঙ্গবন্ধু সেতু দর্শন করেন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি ফেরার পথে যমুনা নদীর মাঝে আকস্মিকভাবে নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। অনেক চেষ্টা করেও মেশিন চালু না হওয়ায় রাত ১০টার দিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলাধীন এনায়েতপুরের যমুনা চরের ধুলিয়াবাড়ি এলাকায় আটকা পড়েন এ শিক্ষার্থীরা।

পরে শিক্ষার্থীরা জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ রাত ১২টার দিকে চৌহালীর যমুনা চরের ধুলিয়াবাড়ি এলাকায় গিয়ে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করে এবং পুলিশি নিরাপত্তায় শিক্ষার্থীদের রাতযাপন শেষে মঙ্গলবার সকালে পরিবারের সঙ্গে কথা বলে নিরাপদে তাদের বাড়ি পৌঁছে দেয়া হয়।

এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ জানান, আটকে পড়া শিক্ষার্থীরা জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে জেলা পুলিশ সুপারের নির্দেশে তাদের উদ্ধার করা হয়। তবে কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সকালে নিরাপদে সবাইকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT