ঢাকা (সকাল ৯:০৫) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


৫০ ঘণ্টায় পার হলেও নেভেনি সীতাকুণ্ডের আগুন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ০২:২৩, ৭ জুন, ২০২২

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন ৫০ ঘণ্টায়ও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ডিপোতে থাকা অন্তত ১৫টি কনটেইনারের ভেতরে এখনো আগুন জ্বলছে। ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মনে করছেন, এ অবস্থা চলতে থাকলে সোমবার রাতেও হয়তো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না।

সোমবার রাত ১১টায় দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কনটেইনারের ভেতরে আগুন জ্বলছে। কনটেইনারের দরজা বন্ধ থাকায় ভেতরে পানি দেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কনটেইনারের তালা কেটে দরজা খোলার চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিসের উপসহাকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বলেন, রাত পৌনে ১১টার দিকে আগুন জ্বলতে থাকা একটি কনটেইনারের দরজার তালা কেটেছেন তারা। কিন্তু আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে দরজা বাঁকা হয়ে যাওয়ায় সেটি খোলা যাচ্ছিল না। অনেকক্ষণ চেষ্টার পর দরজা খুলে পানি ছিটিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছেন। এখন তাদের লক্ষ্য, জ্বলতে থাকা অন্য কনটেইনারগুলোর তালা ভেঙে দরজা খোলার।

পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বলেন, এখন যে কনটেইনারগুলো জ্বলছে, সব কটিতে রপ্তানি পোশাক রয়েছে। রাসায়নিকের কনটেইনারগুলো আগুন লাগার স্থান থেকে সরানো হয়েছে। আগুন লাগা কনটেইনারের সংখ্যা কমে আসায় রাতে ফায়ার সার্ভিসের সদস্য কমিয়ে ৫০ জনে আনা হবে। তবে রাতের মধ্যে আগুন সম্পূর্ণ নির্বাপণের সম্ভাবনা খুব কম বলে জানান তিনি।

গত শনিবার রাত সোয়া নয়টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় এই কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন নেভানোর চেষ্টার মধ্যে ঘণ্টা দুয়েক পর রাসায়নিক ভর্তি কনটেইনারে বিস্ফোরণ ঘটে। এতে নিহত হন ৪১ জন। আহত হন আড়াই শতাধিক মানুষ।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিএম কনটেইনার ডিপোটি যৌথ বিনিয়োগে তৈরি। এই ডিপোতে বাংলাদেশের স্মার্ট গ্রুপের অংশীদারি রয়েছে। যে হাইড্রোজেন পার-অক্সাইড নামের রাসায়নিক পদার্থ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটিও স্মার্ট গ্রুপের আরেক প্রতিষ্ঠান আল–রাজী কেমিক্যাল কমপ্লেক্সের। পোশাক, এলপিজি ও খাদ্যপণ্য খাতে বিনিয়োগ রয়েছে স্মার্ট গ্রুপের।

এই কোম্পানির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বিএম কনটেইনার ডিপোর চেয়ারম্যান বার্ট প্রঙ্ক। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন মোস্তাফিজুর রহমান। পরিচালক হলেন স্মার্ট জিনসের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। মুজিবুর সম্পর্কে মোস্তাফিজুরের ভাই। মুজিবুর রহমান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে আছেন। বিগত সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি। তবে তাতে সাড়া দেয়নি দল।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT