“৪ নং ওয়ার্ড আমার পরিবার,আমি তাদের সেবক”:-কাউন্সিলর রাজু
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম মঙ্গলবার রাত ১১:৪৪, ৭ সেপ্টেম্বর, ২০২১
কুড়িগ্রামের উলিপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান রাজু চ্যালেঞ্জ নিয়ে মানবিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব ও এলাকাবাসীর জন্য নিবেদিতভাবে কাজ করছেন। এই ওয়ার্ডটি অন্যান্য ওয়ার্ড থেকে ব্যতিক্রম, কারণ এখানে নেই কোন অফিস-আদালত ও উৎপাদন মুখী প্রতিষ্ঠান।এই এলাকার সহজ সরল মানুষ নানান চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে জীবিকা নির্ভর করে। এর আওতায় রয়েছে ৩ টি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নারিকেল বাড়ী খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারিকেল বাড়ী দাখিল মাদরাসা, নারিকেল বাড়ী পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও ১১ টি মসজিদ।
কাউন্সিলর রাজু ইতিমধ্যে একজন জনপ্রতিনিধির দায়িত্ব পালন ও সততায় জনতার কাউন্সিল হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পেরেছেন। নিজেকে মানবতার শপথে দুস্থ্য,অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। পরিবারের প্রতি যেমন সতর্ক আছেন, তেমনি মানুষের প্রতি রয়েছেন দায়বদ্ধ। তিনি নির্বাচিত হওয়ার পর প্রতিটি পাড়ায় পাড়ায় খুলি বৈঠক দিয়ে দিয়ে নিজেকে শোধরানোর জন্য জনগণের আশা-আকাঙ্খার মতামত নিয়ে সামনের দিকে অগ্রযাত্রা শুরু করেছেন।যা বর্তমান রাজনীতিতে বিরল ঘটনা।এটি একটি নতুন চিন্তাধারা যা সচারাচর দেখা যায় না।কাউন্সিলর রাজু তাই করে সমাজে দৃষ্টান্ত নজির স্থাপন করেছেন।গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সততা ও চ্যালেঞ্জের সাথে।
একজন কাউন্সিলর যে তার ওয়ার্ডটিকে পরিবার করে নিতে পারেন তার জলন্ত উদাহরণ রাজু। ৪নং ওয়ার্ডকে পরিচ্ছন্ন ও আধুনিকায়নে মেয়র মামুন সরকার মিঠু’র এর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন তিনি। তবে কাউন্সিলর রাজু উড়ে আসা জুড়ে বসা কোকিল না, আর্থিকভাবে স্বচ্ছ ও ব্যবসা করে সরকারকে রাজস্ব দিচ্ছেন তিনি। রাসূল (সাঃ) এর আদর্শকে বুকে ধারণ করে হিজবুল্লার নিবেদিত কর্মী হয়ে ভূমিকা পালন করে যাচ্ছেন তিনি।
উলিপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান রাজু বলেন, এটি আমার নৈতিক দায়িত্ব। জনগণের ভোটাধিকার আমার পক্ষে সুতরাং মানুষের জন্য আমার কাজ করতে হবে।আমার পরিবার ও আমি ৪ নং ওয়ার্ড বাসীর নিকট চিরকৃতজ্ঞ।
তিনি আরও বলেন, আমার বাড়ী-গাড়ী অট্রালিকার স্বপ্ন নেই।আমার স্বপ্ন একটাই, জন্ম যখন হয়েছে মরতে আমাকে হবেই,আর আমার মৃত্যুতে যেন ৪ নং ওয়ার্ডে সর্ববৃহৎ জানাযা হয় এটাই আমার স্বপ্ন। আমি ও আমার সহধর্মিণী চাকরি করি তাছাড়াও আমার ছোট ছোট দুই একটি ব্যবসা করি তাতেই আমার এক ছেলে, এক মেয়ের দিন চলবে। তবে যে দায়িত্ব পেয়েছি, তা যথাযথ ভাবে পালন করবো এলাকাবাসীর পরামর্শ ও সহযোগিতায় ইনশাআল্লাহ। আমি ৪ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড ও নাগরিকদের সেবা নিশ্চিত করার লক্ষে সব বাধাঁ এড়িয়ে সামনে এগিয়ে যাবো, ইনশাআল্লাহ।