৩৩৩ কল করে খাদ্য সহায়তা পেল রিকশা চালক মমিনুল
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম বৃহস্পতিবার রাত ০৯:০২, ১ জুলাই, ২০২১
করোনা সংক্রমণ রোধে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরেও ৭ দিনের কঠোর লকডাউন চলছে। এতে করে চরম বিপাকে পড়েছে নিন্ম আয়ের মানুষজন। এ অবস্থায় স্ত্রী সন্তান নিয়ে খাদ্য সংকটে দিনানিপাত করছে রিকশা চালক মমিনুল। উপায়ন্তর না পেয়ে কল করেন ৩৩৩ নম্বরে। পরে পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু তাকে ডেকে এনে খাদ্য সহায়তা প্রদান করেন। মমিনুল ইসলাম পৌর শহরের বলদি পাড়া গ্রামের ছকিমুদ্দিনের পুত্র।
খাদ্য সসহায়তা হিসেবে তাকে ১০ কেজি চাল, হাফ কেজি ডাল, লবণ, সয়াবিন তেল ও একটি মিষ্টি কুমড়া দেয়া হয়।
বৃহস্পতিবার বিকেলে মমিনুলের বাড়িতে গিয়ে তার সাথে কথা বলে জানা গেছে, গত তিন দিন থেকে আয়ের একমাত্র মাধ্যম রিকশাটি নষ্ট হয়ে পড়ে আছে।টাকার অভাবে রিকশা ঠিক করতে পারেনি। এর মধ্যে সরকার ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে।ছোট ছোট দুটি কোলের সন্তানকে খাদ্য সংকটে দিন কাটছে তার।নিরুপায় হয়ে ৩৩৩ করেন তিনি।
এ বিষয়ে পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু বলেন, শুধু মমিনুল নয়, লকডাউন চলাকালে কেউ যদি খাদ্য সংকটে পড়েন উলিপুর পৌরসভা তাদের সর্বাত্তক সহযোগিতা করবে। কেউ আমার ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করলেও তাদেরকে সহযোগিতা করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লকডাউন সফল করার জন্য উলিপুর প্রশাসন মাঠে কাজ করে যাচ্ছে। লকডাউন চলাকালে কেউ যদি খাদ্য সংকটে পড়ে,আমরা তাদের খাদ্য সহায়তা পৌঁছে দেব।