ঢাকা (রাত ১০:১৯) মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনামসজিদ সীমান্তে ইয়াবা ও হোরাইন উদ্ধার

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock শুক্রবার রাত ০৯:৩৮, ১ জানুয়ারী, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে আমদানী নিষিদ্ধ ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান শুক্রবার দুপুর পৌনে ১টায় এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বাধীন একটি আভিযানিক দল বৃহস্পতিবার দিবাগত গভীর রাত সোয়া ১২টায় শুক্রবার আজমতপুর ও চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় সীমান্ত পিলার ১৮২/২-এস হতে ৩শত গজ বাংলাদেশের অভ্যন্তরে বাগিচাপাড়া নামক স্থান হতে ১৯ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের মালিক বিহীন ৯শত গ্রাম হেরোইন এবং ৬শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদক সমূহের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT