ঢাকা (সকাল ৮:২৭) শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করো:-রকিবউদ্দীন রকিব

হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock বৃহস্পতিবার রাত ১১:৩৮, ১৬ জুন, ২০২২

বৃহস্পতিবার দুপরে দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের দাতা সদস্য ও পৌরসভার প্যানেল মেয়র শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ কথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না, একটি দেশের মেরুদণ্ড হলো শিক্ষা।তোমরা জাতির ভবিষ্যৎ, আগামীতে রাষ্ট্র সুমোন্নত রাখতে তোমাদের ভূমিকা অপরিসীম। সুশিক্ষা গ্রহণ করে মানুষ হও। তোমরা দেশ ও জাতির সেবার লক্ষ্যে নিজেকে উপযুক্ত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলো।

সর্বাজ্ঞে মানুষ হওয়ার চেষ্টা করো, জীবন গঠনের শ্রেষ্ঠ সময় শিক্ষা জীবন। তোমরা যদি মনোযোগী হয়ে পড়ালেখা করো তাহলে ভালো ক্যারিয়ার গড়তে পারবে। ভালো ক্যারিয়ার ভালো মানুষ হতে সহায়তা করে।

প্যানেল মেয়র বলেন, এই বিদ্যালয়ের অনেক প্রাক্তন শিক্ষার্থীরা আজকে দেশ চালায়, বড় বড় আমলা। এরা বিদ্যালয়ের গৌরব। তোমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে সামনে এগিয়ে যাও। আমরাও তোমাদের নিয়ে একদিন গর্ব করতে চাই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ জসীমউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন—অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক মাহমুদ আল নাছিম, ইসলামি ব্যাংক শাখার প্রধান মো. এমদাদুল ইসলাম, সোনালী ব্যাংক এর ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী, সহকারী প্রধান শিক্ষক সাহেব আলী, সহকারী প্রধান শিক্ষক মিহিনউল্লাহ, অভিভাবক প্রতিনিধি সদস্য মনির হোসেন, অভিভাবক প্রতিনিধি সদস্য ফখরুল সরকার, অভিভাবক প্রতিনিধি সদস্য কবির খন্দকার, অভিভাবক প্রতিনিধি সদস্য মেহেদী হাসান টিপু, সংরক্ষিত অভিভাবক প্রতিনিধি সদস্য রিংকি সরকারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন-মাওলানা আবুল হোসেন ফারুকী।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT