ঢাকা (রাত ৮:০২) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


সুনামগঞ্জে সাইকেল বিতরণ

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বুধবার রাত ০৯:২১, ১৭ জুন, ২০২০

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধি: সিলেট মাধ্যমিক স্কুলে পড়ুয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০ শিক্ষার্থীর মধ্যে সুনামগঞ্জের তাহিরপুরে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের অধীন ২০১৯-২০২০ অর্থ বছরে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা(পার্বত্য চট্রগ্রাম ব্যাতিত) শীর্ষক কর্মসুচীর আওতায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃক্তি, শিক্ষা, স্বাস্থ্য উপকরণ, ক্রীড়া, সাংস্কৃতিক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ট্যাকেরঘাট নির্বাহী ম্যাজিষ্ট্রেট কার্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতিপ্রাপ্ত তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) বিজেন ব্যানার্জী প্রধান আলোচকের বক্তব্য রাখেন।, নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী, তাদের অবিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,জনপ্রতিনিধি, জেলা ও উপজেলায় বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজি রিয়াজ উদ্দিন খন্দকার লিটন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান,ইউপি চেয়ারম্যান আবুল কাসেম,দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ প্রেসক্লাব প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ, উপজেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক স্বপন কুমার দাস নৃ-গোষ্ঠী শিক্ষার্থী অবিভাবক এন্ড্রো সলোমার, রুপম রাকসাম, পূলক আজিম, শিক্ষার্থী তিলোক্তমা দিব্রা,পূর্ণিমা মারাক,সৌরভ দ্রিবা প্রমুখ।, সভা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতিপ্রাপ্ত তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিজেন ব্যানার্জী মাধ্যমিক স্কুলে যাতায়াত সুবিধার্তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০শিক্ষার্থীর প্রত্যেকের হাতে একটি করে নতুন বাইসাইকেল তুলে দেন। পরববর্তীতে প্রত্যেক পড়ুয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত ২১ শিক্ষার্থীর প্রত্যেককে নগদ ৪ হাজার, উচ্চ মাধ্যমিকে পড়ুয়া ২২ শিক্ষার্থীর প্রত্যেককে ৩ হাজার, মাধ্যমিক স্কুলে পড়ুয়া ১০০ শিক্ষার্থীর প্রত্যেককে ২৫০০ টাকা, ১০০ শিক্ষার্থীর প্রত্যেককে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে পড়ুয়া ২০০ শিক্ষার্থীর প্রত্যেককে খাতা, কলম, রং পেন্সিল, বিশুদ্ধ পানি সংরক্ষণের বোতল ,রেইনকোটসহ বিভিন্ন প্রকার শিক্ষা উপকরণ এবং নৃ-গোষ্ঠী ৯টি গ্রামের ৯টি সংগঠনের প্রত্যেক সদস্যদের মধ্যে জার্সি,৯টি ফুটবল,সাংস্কৃতিক সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতিপ্রাপ্ত তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিজেন ব্যানার্জী জানান- মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় অধীনে এ উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশী সুবিধাবঞ্চিত ১০ পরিবারের জন্য ২ লাখ ২০ হাজার নির্মাণ ব্যায় সাপেক্ষে এ কর্মসুচীর আওতায় খুব দ্রুত সময়ের মধ্যে নতুন বসতঘর নির্মাণ করে দেয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT