ঢাকা (রাত ৯:৩৫) বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সিরাজগঞ্জে ৬১৫ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শনিবার ১২:৪৬, ৪ জুলাই, ২০২০

নাজমুল হোসেন, (সিরাজগঞ্জ) প্রতিনিধি: করোনাভাইরাসের দুর্যোগেও থেমে নেই ইয়াবা কারবারিরা। সেই সুযোগে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সরকারপাড়া ঈদ গাহ মাঠের পাশে পাকা রাস্তার উপরে ইয়াবা ক্রয়-বিক্রয় করার সময় ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। শুক্রবার ৩ জুলাই সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান। গ্রেফতারকৃত হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের সরকার পাড়া গ্রামের পিতা- মৃত জাফর আলী খাঁ ছেলে মোঃ জাকারিয়া (৩৩) এবং পিতা-মোঃ সামছুল হক ছেলে মোঃ আব্দুল কাদের সরকার (৩৮)। প্রেস বিজ্ঞাপ্তিতে বলা হয়,গোপন সংবাদের ভিত্তিতে ২ জুলাই বৃহস্পতিবার বিকালে সদর থানাধীন ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে সরকার পাড়ার এবং আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল ।এসময় তাদের নিকট হইতে ৬১৫ পিস ইয়াবাসহ  ২টি মোবাইল এবং ২ টি সিম উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT