ঢাকা (বিকাল ৫:৪৮) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার দুপুর ০৩:৩৭, ১৭ জুন, ২০২০

নাজমুল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ   সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে চাউলভর্তি ট্রাক হতে ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

মঙ্গলবার (১৬ জুন )সন্ধ্যা ৭ টায় সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ পূর্নবাসন এলাকায় মহাসড়কের উপর থেকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় ফেন্সিডিল পাচারের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে র‌্যাব। গ্রেফতারকৃত আসমী মোঃজাহিদুল ইসলাম(৩৬)বগুড়া জেলার গাবতলী থানার তিন্নিরহাট কালাই হাটা গ্রামের মৃতঃ বদিউরজ্জামান ছেলে। র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর হতে ঢাকার উদেশ্যে ফেন্সিডিলের ১ টি বড় চালান নিয়ে আসার সময় সয়দাবাদ পূর্নবাসন এলাকায় বঙ্গবন্ধু ভাস্কর্য এর দক্ষিন পাশের রাজশাহী টু ঢাকা হাইওয়ে মহাসড়কের উপর অস্থায়ীচেক পোষ্ট বসিয়ে ১ টি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪০১ বোতল ফেন্সিডিল নগদ ১ হাজার ৪ শত টাকা, ২ টি মোবাইল ফোন, এবং ৪ টি সীম, ট্রাক জব্দসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণআইনে মামলা দায়ের এবং উদ্ধারকৃত আলামতসহতাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT