ঢাকা (রাত ১:৩৮) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সিরাজগঞ্জের মাগুড়া বিনোদ ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বুধবার রাত ১০:২০, ১২ আগস্ট, ২০২০

মোঃ নাজমুল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি: দুঃস্থ মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত দুইবছর মেয়াদী চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ৩৪৫জন গরীব ও দুস্থ পরিবারের মধ্য ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।বুধবার (১২আগস্ট) সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের দোবিলা পরিষদ চত্বরে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ভিজিডি কার্ড ও চাল বিতরণ কার্যক্রমে উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল । এসময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার (ট্যাগ) মো. মাহমুদুর রহমান,ইউপি সচিব শরিফুল ইসলাম ও ইউপি আব্দুল মালেক, মাহমুদা খাতুন, শাহনাজ খাতুন সহ অন্যান্যরা । এ সময় উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল জানান,অসহায় দুস্থ মহিলাদের স্বাবলম্বী করে তুলতে এ কার্যক্রমের মাধ্যমে প্রতিমাসে ত্রিশ কেজি চাল বিতরণ করা হবে। এজন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।এছাড়াও করোনা ভাইরাস যে ভাবে ছড়িয়ে পড়ছে তা থেকে রক্ষা পেতে ইউনিয়ন বাসীর বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ এবং বার বার সাবান দিয়ে হাত ধোয়ার উপদেশ ও মাইকিং এর মাধ্যমে প্রচার প্রচারণা করা হয়েছে এবং অব্যাহত রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT