সারাদেশে অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের
মেঘনা নিউজ ডেস্ক
রবিবার সকাল ১১:২৯, ২৮ ডিসেম্বর, ২০২৫
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সারাদেশে অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহবাগে চলমান বিক্ষোভ থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের রোববার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আট বিভাগীয় শহরে অবরোধ পালনের ঘোষণা দেন।
শাহবাগে টানা ৩৪ ঘণ্টার অবস্থান কর্মসূচির পর রাতে সেখানে উপস্থিত হয়ে তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান হাদি হত্যার বিচার দ্রুত শুরুর আশ্বাস দেন। তিনি বলেন, তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং ৭ জানুয়ারির পর শক্ত প্রমাণের ভিত্তিতে অভিযোগপত্র দাখিল করা হবে। চার্জশিট থেকে রায় পর্যন্ত দ্রুত বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।
উপদেষ্টা আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজন আসামি দেশ ছেড়ে পালিয়েছে। এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ হয়েছে এবং আসামিদের খুঁজে পাওয়া গেলে ফেরত পাঠাতে সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। প্রয়োজনে অনুপস্থিতিতেও বিচার প্রক্রিয়া চলবে বলেও জানান তিনি।
শুক্রবার জুমার নামাজের পর থেকে শাহবাগ মোড়ে অবস্থান শুরু করে ইনকিলাব মঞ্চ। শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাদির কবর জিয়ারত করতে এলে নিরাপত্তাজনিত কারণে আন্দোলনকারীরা সাময়িকভাবে স্থান পরিবর্তন করলেও পরে আবার শাহবাগে ফিরে অবরোধ চালিয়ে যান।
এদিকে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।


