ঢাকা (রাত ৯:৪৭) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাপাহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১২ জনকে অর্থদন্ড

নওগাঁ জেলা ২২৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ০৯:০৮, ১৬ জুন, ২০২০

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি:    বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস কোভিড-১৯ এর প্রকোপ বেড়েই চলেছে দেশজুড়ে। দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও মৃত্যু তালিকা। এ ভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে পরিস্থিতি শুরু থেকেই সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা পদক্ষেপ। লকডাউনে রাখা হয়েছিলো দেশের অধিকাংশ জেলা উপজেলা ও অঞ্চল।
নওগাঁ জেলার সাপাহার উপজেলাও এর বাহিরে নয়। দেশ ও দেশের মানুষের সার্বিক দিক ও অর্থনৈতিক দিক বিবেচনা করে সরকারী সিদ্ধান্তে শিথিল করা হয় লকডাউন। তবে সরকারী দিক নির্দেশনার আলোকে সবাইকে মাস্ক ব্যবহার করা এবং সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে বারবার। এ নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনা বাহিনীর সমন্বয়ে চালানো হচ্ছে জনসচেতনতামূলক প্রচার প্রচারণা এবং অভিযান।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে নওগাঁর সাপাহার উপজেলা সদরের নিউ মার্কেট, জিরো পয়েন্ট সহ প্রধান প্রধান সড়ক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মুখে মাস্ক না থাকায় ১২ জনকে অর্থদন্ড আরোপ করে বিধি মোতাবেক আদায় করা হয়। এদন্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত।
এসময় থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই, প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক, সাংবাদিক সোহেল চৌধুরী রানা উপস্থিত ছিলেন।
এছাড়া সরকারী নির্দেশনার আলোকে স্বাস্থ্যবিধির বিভিন্ন দিক তুলে ধরে প্রচার প্রচারণা চালানো হয়।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT