ঢাকা (দুপুর ১:২৮) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সাপাহারে চোরাই মোটর সাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ চোর আটক

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) Clock রবিবার দুপুর ০১:০২, ২৩ আগস্ট, ২০২০

নওগাঁর সাপাহারে ৩টি চোরাই মোটর সাইকেল সহ আন্তঃজেলা মোটর সাইকেল চোর দলের ২জন সদস্যকে আটক করেছে সাপাহার থানা পুলিশ।

সাপাহার সার্কেল সহকারী পুলিশ সুপার বিনয় কুমার এক প্রেস ব্রিফিং এ জানান, গত ৩০ জুলাই সাপাহার জিরো পয়েন্ট এলাকা থেকে ১০০সিসি একটি বাজাজ সিটি মোটর সাইকেল চুরি হয়ে যায়। এর পর হতে পুলিশী তৎপরতায় ওই এলাকার সিসি টিভির ফুটেজ এর সূত্র ধরে এলাকায় মোটরসাইকেল চুরি রোধ কল্পে নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান বিপিএম এর নির্দেশে সাপাহার থানার পুলিশের চৌকস টিম চোর চক্রের সদস্যদের ধরতে আপ্রাণ চেষ্টা শুরু করেন এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার বিনয় কুমার সাপাহার সার্কেল, ওসি আব্দুল হাই এর নের্তৃত্বে সাপাহার থানা পুলিশের একটি দল চাঁপাইনবাবগঞ্জ এলাকায় এক অভিযান পরিচালনা করেন।

অভিযান শেষে শনিবার ভোরে তারা আন্তঃজেলা মোটর সাইকেল চোর দলের ওই দুই সদস্যকে আটক করে তাদের দেয়া স্বীকারোক্তি মোতাবেক তাদের কবলে থাকা ৩টি চোরাই মোটর সাইকেল সহ তাদেরকে আটক করে সাপাহার থানা হেফাজতে নেয়।

এসময় সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই জানান,বর্তমানে মোটর সাইকেল চোরদ্বয় সাপাহার থানা হাজতে আটক রয়েছে রবিবার সকালে তাদেরকে নওগাঁ কোর্টে চালান করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT