ঢাকা (সকাল ১০:১৯) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সান্তাহারে হোটেল কর্মচারীর লাশ উদ্ধার

মরদেহ উদ্ধার

মিরু হাসান বাপ্পী, আদমদিঘী (বগুড়া) মিরু হাসান বাপ্পী, আদমদিঘী (বগুড়া) Clock বৃহস্পতিবার রাত ১১:২২, ২৭ আগস্ট, ২০২০

বগুড়ার আদমদীঘির সান্তাহারে জহুরুল ইসলাম শিমুল (২৯) নামের এক হোটেল কর্মচারীর লাশ উদ্ধার করেছে ফাঁড়ির পুলিশ। মৃত শিমুল সান্তাহার পৌর শহর সাতাহার এলাকার শাহাজাহান আলীর ছেলে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার সান্তাহার মালগুদাম বিসমিল্লাহ হোটেলের দইয়ের কারখানা থেকে লাশটি উদ্ধার করা হয়। এঘটনায় পুলিশ অন্যান্য কর্মচারী, নিমাই, কাজল, দেলোয়ার, সুব্র‍ত নামের চার জনকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করেন।

জানাযায়, প্রতিদিনের ন্যায় শিমুল রাতের খাবার খেয়ে দইয়ের কারখানায় দই তৈরি করে ঘুমিয়ে পড়েন। সকালে বেলা এক কর্মচারীরা তাকে ডাকাতে গিয়ে মৃত অবস্থায় দেখতে পায়। ততক্ষনাক পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। মৃত শিমুলের পরিবারের ধারনা তাকে কেউ হত্যা করেছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT