ঢাকা (রাত ১২:১৪) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


সান্তাহারে ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া Clock রবিবার সন্ধ্যা ০৬:৩৪, ২৮ মার্চ, ২০২১

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩১ বোতল ফেনসিডিলসহ সোহেল (২৬) ও দ্বীপক (৩১) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত সোহেল নওগাঁর মহাদেবপুর উপজেলার বেলট গ্রামের হাবিবুল রহমানের ছেলে ও দ্বীপক নওগাঁ সদরের চকদেবপাড়ার মৃত রাধা কৃষ্নের ছেলে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ জানান, রবিবার সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক ব্যবসায়ী সোহেলের দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে শনিবার রাত সাড়ে ৮টায় পৌর শহরের বাইপাস তিনমাথা মোড়ে মাদক বিক্রেতা দ্বীপক ও তার এক সহযোগি কার্টুনে রেখে ফেনসিডিল বিক্রি করছিল। অভিযান চালিয়ে কার্টুনে রাখা ৩১ বোতল ফেনসিডিলসহ দ্বীপককে গ্রেপ্তার করতে পারলেও অন্যজন কৌশলে সটকে পড়ে।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT