ঢাকা (সকাল ৬:১৭) সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সান্তাহারে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

অন্যান্য ২২৮৩ বার পঠিত

মিরু হাসান বাপ্পী, আদমদীঘি, বগুড়া মিরু হাসান বাপ্পী, আদমদীঘি, বগুড়া Clock রবিবার রাত ১০:০৩, ১৬ আগস্ট, ২০২০

‘‘মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন’’, প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ব্যাংক বগুড়ার সান্তাহার শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় বৃক্ষরোপন কর্মসূচি আনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে ব্যাংকের সাড়ে ৩ হাজার সদস্যদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
রবিবার বিকেল সাড়ে ৪টায় ব্যাংকের সান্তাহার শাখায় কর্মসূচির আয়োজন করা হয়। সান্তাহার ইসলামী ব্যাংকের এফএভিপি ও শাখা প্রধান এস,এম বেলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক টুলু। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সান্তাহার ইসলামী ব্যাংকের এসএমই/কৃষি শাখার প্রকল্প কর্মকর্তা কে.এম.এ আলী আকবর ফারুক, সান্তাহার ইউনিয়ন পরিষদের সচিব মোহায়মিনুল ইসলাম, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমানসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিবৃন্দরা।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি এরশাদুল হক টুলু সান্তাহার ইউনিয়ন পরিষদ চত্বরে একটি আম গাছের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT