ঢাকা (সকাল ৯:১৭) মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাঘাটায় ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন

আসাদ খন্দকার আসাদ খন্দকার Clock শুক্রবার রাত ০৮:৩৪, ৩০ আগস্ট, ২০২৪

গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করা হয়েছে।গতকাল শুক্রবার বিকেলে হলদিয়া ইউনিয়ন স্বাস্হ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সংলগ্ন সড়কে সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, হলদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ওমর আলী সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন মন্ডল, ইউপি সদস্য আব্দুল আউয়াল, স্হানীয় বাসিন্দা মিজানুর রহমান, আবু বক্কর সিদ্দিক, ফজর আলী,দুলু মিয়া, হাবিবুর রহমান, কবির মুন্সি প্রমুখ।

বক্তারা আওয়ামী সরকারের নৌকার সমর্থিত চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম,দুর্নীতি সহ নানা ধরনের অভিযোগ তুলে ধরেন। তারা বলেন, আওয়ামী লীগের ফেসিষ্ট সরকারের সহযোগিতায় জোর করে ভোট নিয়ে চেয়ারম্যানের হয়ে লোকজনের ওপর জুলুম অত্যাচার শুরু করেছে। তার অত্যাচারে ইউনিয়নের লোকজন ছিলো অতিষ্ঠ। যে কারণে তাকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করলে পরবর্তীতে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করার হুসিয়ারী দেন বক্তারা।

এব্যাপারে চেয়ারম্যান রফিকুল ইসলামের সাথে কথা হলে, তিনি নিজের বিরুদ্ধে অভিযোগের কথা অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে ১৪ জন প্রার্থী ভোটে হেরে গেছেন। সেই পরাজিত প্রার্থীরা এবং তাদের লোকজন আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ তুলে নানা অপপ্রচার চালাচ্ছে। শুধুতাই নয় আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে কতিপয় লোক আমার বাড়ি-ঘরে ভাংচুর চালিয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT