ঢাকা (বিকাল ৩:২৫) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাংবাদিক জাকির হাজারীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন দাউদকান্দির স্থানীয় সাংবাদিকরা

হোসাইন মোহাম্মদ দিদার,কুমিল্লা হোসাইন মোহাম্মদ দিদার,কুমিল্লা Clock মঙ্গলবার রাত ১১:১৪, ১২ জুলাই, ২০২২

দাউদকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জাকির হোসেন হাজারীর নামে মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বৃহত্তর দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকরা।

মঙ্গলবার সকাল ১১টায় গৌরীপুরস্থ পাতাতা রেস্তোরাঁয় অনুষ্ঠিত আলোচনা সভা থেকে এ প্রতিবাদ জানানো হয়।

সভায় বক্তারা বলেন, গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামের স্থায়ী বাসিন্দা সাংবাদিক জাকির হাজারীসহ তার বাড়ির ৭/৮টি পরিবারের চলার পথ বন্ধ করা নিয়ে প্রতিবেশী খালেক হাজারীর বিল্ডিং নির্মাণ নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলছে। এ নিয়ে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে ফলাও করে নিউজ প্রকাশিত হয়েছে। যা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার(ভূমি), স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সরেজমিন পরিদর্শন করেছেন।

ইমারত আইন অমান্য এবং চলাচলের পথ না থাকায় উপজেলা প্রশাসন মীমাংশা না হওয়া পর্যন্ত বিল্ডিং নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। পূর্ব শত্রুতার জের ধরে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে খালেক হাজারী ও দুবাই জাকির মানববন্ধন করে দৈনিক ভোরের কাগজ এর সাংবাদিক জাকির হাজারীর নামে মিথ্যা চাদাবাজির অপবাদ দেয়।

বৃহত্তর দাউদকান্দির সুনামধন্য সাংবাদিক জাকির হাজারীর নামে মিথ্যা সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বৃহত্তর দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকরা।

সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান, সাংবাদিক এইচ এম মোহন, সাংবাদিক এম এ করিম সরকার, সাংবাদিক রাশেদুল ইসলাম লিপু, সাংবাদিক ওমর ফারুক মিয়াজী, সাংবাদিক হানিফ খান, সাংবাদিক মোহাম্মদ আলী শাহীন, সাংবাদিক শামীম রায়হান, সাংবাদিক লিটন সরকার বাদল, সাংবাদিক মুক্তার হোসেন, সাংবাদিক আসলাম মিয়া, সাংবাদিক আলমগীর হোসেন, সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার, সাংবাদিক জুয়েল রানা, সাংবাদিক সামসুদ্দিন সাগর ও সাংবাদিক মহসিন হাবিব প্রমূখ।

জানতে চাইলে সাংবাদিক জাকির হাজারী জানান, আমার ব্যক্তিগত তথ্য দিয়ে একটি পত্রিকার অনলাইন ভার্সনে মিথ্যা সম্মানহানিকর নিউজ প্রকাশ করে আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করেন। অথচ চলার পথ বন্ধ করার বিষয়টি উপজেলা প্রশাসন সরেজমিন পরিদর্শন করে আইনি নির্দেশনা দিয়েছেন।

বর্তমানে আমি এবং আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানায় সাধারন ডায়েরী করেছেন বলে সাংবাদিক জাকির হাজারী জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT