ঢাকা (দুপুর ২:৫৭) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সন্তানকে বাচাঁতে অসহায় পিতার আর্তনাদ, মায়ের আহাজারি : সহযোগিতার আহ্বান

আল আমিন, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) আল আমিন, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) Clock সোমবার দুপুর ০৩:৩২, ২৪ আগস্ট, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের মোঃ ইউসুফ আলির ছেলে হাবিবুল্লাহ যার শৈশবে মায়ের কোলে থাকার কথা কিন্তু সেই বয়সেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ৬ মাসের শিশু হাবিবুল্লাহ । তার দুরন্তপনাকে দমিয়ে বিছানায় বন্দী করে রেখেছে অসুস্থতা নামের পশান শব্দটি। জম্মের পর পায়খানা রাস্তা না থাকায় অপারাশনের মাধ্যমে লাভির বামপাস দিয়ে পায়খানার রাস্তা তৈরি করা হয়।
মাসে দুই বার অপারেশন হবার পরেও নিজে উত্তাল ভাবে উঠে দাড়াতে পারছেনা তার পরিবার আর এটাকে দমিয়ে রেখেছে অর্থ নামের প্রাচুর্য।
জানাযায়, ২ বার অপারেশনের পর কিছুটা সুস্থত হলেও আরেক টি অপারেশন জন্য পরে রয়েছে বিছানায় কিন্তু টাকার অভাবে এগিযে যেতে পারছেনা তার পরিবার।
হাবিবুল্লার চিকিৎসক বলেন, যতদ্রুত সম্ভব আরেকটি অপারেশন করাতে হবে। তবেই তাকে বাঁচানো যাবে । এতে খরচও পড়বে অনেক। প্রায় এ চিকিৎসায় ব্যয় হবে ২ লাখ টাকা কিন্তু চিকিৎসার ব্যয়ভার বহনের সক্ষমতা নেই তার পরিবারের।
বাবা দীনমুজুর মোঃ ইউসুফ এবং গৃহিণী মা সর্বস্ব দিয়ে চিকিৎসা খরচ চালিয়ে এখন নিঃস্ব। আমার ছেলের চিকিৎসার জন্য ২ লাখ টাকা প্রয়োজন। ছেলের চিকিৎসা করতে সহায় সম্বল যা ছিল সব শেষ করেছি। এখন আর কিছুই নেই। যে যা দিচ্ছে তাই দিয়ে কোনও রকমে চিকিৎসা চালিয়ে যাচ্ছি।
ছেলের জীবন বাঁচাতে সমাজের হৃদয়বান বৃত্তবান ব্যক্তিদের কাছ থেকে আর্থিক সহায়তা চেয়েছে পরিবারটি।
তাকে সাহায্য করতে- বিকাশ +8801767-424785 Personal (বাবা), বিকাশ/ডাচ্-বাংলা- 8801740-195355-0 (চাচা)



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT