ঢাকা (রাত ২:৫০) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

শিবচরে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম তালুকদার ইন্তেকাল করেছেন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ১০:৫৮, ১৮ অক্টোবর, ২০১৯

মীর এম ইমরান, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, শিবচর উপজেলা দ্বিতীয় খন্ডের পরিষদের ও শিবচর উপজেলার বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাবেক সভাপতি রেজাউল করিম তালুকদার হৃদরোগে আক্রান্ত হয়ে আজ (১৮ অক্টোবর) শুক্রবার সকালে ৬-৪৫ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৬৯) বছর। মরহুমের স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

আগামী (২০ অক্টোবর) রবিবার সকাল ১১টায় হাতির বাগান মাঠে নামাজে জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই- আলম চৌধুরী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এবং মাদারীপুর আওয়ামী লীগের সহ-সভাপতি মুনির চৌধুরী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT